
সাতক্ষীরার কৃতি সন্তান টিভি নাট্য পরিচালক জি. এম সৈকত গতকাল রাতে সাতক্ষীরার মেহেদীবাগ প্রবীন আবাসন কেন্দ্রে ( আরা) উপস্থিত হয়ে বৃদ্ধাশ্রমে থাকা মানুষগুলোর সাথে কিছুক্ষন সময় কাটান। সাথে আরও উপস্থিত ছিলেন আরা সংস্থার নির্বাহী পরিচালক শেখ আবুল কালাম আজাদ ও মূসা করিম। জি.এম সৈকত সাতক্ষীরা সাংস্কৃতিক উন্নয়ন সংস্থার পক্ষ থেকে বৃদ্ধাশ্রমে অনুদান প্রদান করেন এবং সবসময় তাদের পাশে থাকার প্রত্যয় প্রকাশ করেন।