সাতক্ষীরার বৈকারীতে রুরাল পাইপড (সুপেয় পানি) ওয়াটার সাপ্লাই কর্মসূচীর উদ্বোধন


480 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরার বৈকারীতে রুরাল পাইপড (সুপেয় পানি) ওয়াটার সাপ্লাই কর্মসূচীর উদ্বোধন
আগস্ট ৬, ২০১৫ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার :
বৈকারী রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই কর্মসূচীর উদ্বোধন করা হয়েছে। জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরাধীন বাংলাদেশ রুরাল ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদরের বৈকারী  ইউনিয়নে ররুাল পাইপড ওয়াটার সাপ্লাই কর্মসূচীর আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। উদ্বোধন উপলক্ষে বৃহস্পতিবার বেলা ১২টায় বৈকারী কালীনির মোড়ে উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। বৈকারী ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আশরাফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী, সাতক্ষীরা পানি উন্নয়ন বোর্ড (পাওব) বিভাগ-১’র নির্বাহী প্রকৌশলী আব্দুল হামিদ, জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরের প্রকৌশলী নূর আহমদ, সহকারী প্রকৌশলী আব্দুস সোবহান, প্রজেক্ট কনসালটেন্ট আব্দুল বারি,  সদর উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আসাদুজ্জামান অসলে, নব জীবনের পরিচালক তারিকুল আলম খান। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন  পানি উন্নয়ন বোর্ডের নুরুজ্জামান,  মুক্তিযোদ্ধা আরছার আলী দফাদার, মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ, ইউনিয়ন ভিডিপি কমান্ডার আব্দুর রাজ্জাক, ইউপি সদস্য শাহিদা খাতুন, মাহমুদা সামাদ, রতœা প্রমুখ।  জন স্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তরাধীন বাংলাদেশ রুরাল ওয়াটার সাপ্লাই এন্ড স্যানিটেশন প্রকল্পের আওতায় সাতক্ষীরা সদর উপজেলার বৈকারী  ইউনিয়নে রুরাল পাইপড ওয়াটার সাপ্লাই কর্মসূচীর আওতায় বৈকারী ১,২,৪ এবং ৬নং ওয়ার্ডের একাংশে পাইপড লাইনের মাধ্যমে ১২শ পরিবারের মানুষ সুপেয় পানির সুফল ভোগ করবে। এছাড়া ওই এলাকার জনগণ পর্যায় ক্রমে সুপেয় পানির পাইপড লাইনের সুবিধা পাবে।