
আসাদুজ্জামান :
অবৈধভাবে বাংলাদেশের প্রবেশের পথে সাতক্ষীরার বৈকারীর সীমান্তের বিপরীতে ভারতের জয়নগর এলাকায় কাটাতারের বেড়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত বাংলাদেশী ভ্যানচালক মোমিন মোল্লার (২৮) মৃতদেহ পতাকা বৈঠকের মাধ্যমে হস্তান্তর করেছে বিএসএফ।
মঙ্গলবার বিকাল সাড়ে ৪ টার দিকে বৈকারী সীমন্তের জিরো পয়েন্টে মেইন পিলার ৭ সাব পিলার ১০ এর নিকট এ পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়।
পতাকা বৈঠকে বাংলাদেশের পক্ষে নেতৃত্ব দেন বৈকারী বিজিবি ক্যাম্পের কোম্পানি কমান্ডার সুবেদার জালাল উদ্দিন। অন্যদিকে, বিএসএফের পক্ষে নেতৃত্ব দেন জয়নগর বিএসএফ এর কোম্পানি কমান্ডার এম সতীশ।
সাতক্ষীরা ৩৮ বিজিবি ব্যাটেলিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল আরমান হোসেন জানান, গত একমাস আগে মোমিন মোল্যা কোলকাতা শহরে জীবিকা নির্বাহ করার জন্য ভ্যান চালাতে যায়। সোমবার ভোররাতে সে ভারতের জয়নগর এলাকা দিয়ে বাংলাদেশে ফেরার পথে সীমান্তের কাটাতারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তার মৃত্যু হয়। এপর তার মৃতদেহ বিএসএফ সে দেশের স্বরুপনগর থানায় হস্তান্তর করে। পরে লাশ ময়না তদন্ত শেষে আজ মঙ্গলাবার বিকেলে তার লাশ হস্তান্তর করে। ##