
স্টাফ রিপোর্টার :
ভারতে পাচারের সময় সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর সীমান্ত এলাকা দুই পিচ স্বর্ণের বারসহ এক চোরাকারবারিকে আটক করেছে বিজিবি। বুধবার বিকেল চারটার দিকে সদর উপজেলার ভোমরা স্থল বন্দর সীমান্তের লক্ষীদাড়ি এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত স্বর্ণ চোরাকারবারির নাম ইউছুপ আলি গাজি (৪০)। সে সদর উপজেলার লক্ষীদাড়ি গ্রামের বাহার আলি গাজির ছেলে।
সাতক্ষীরার ৩৮ বিজিবি’র ভোমরা ক্যাম্পের সুবেদার গোলাম সরোয়ার জানান, গোপন সংবাদের ভিত্তিতে বিজিবি সদস্যরা ভোমরা স্থল বন্দর সীমান্তের লক্ষীদাড়ি এলাকায় অভিযান চালায়। এ সময় সন্দেহভাজন হিসেবে তারা ইউছুপ আলিকে আটক করে। পরে তার দেহ তল্লাশী চালিয়ে উদ্ধার করা হয় দুটি স্বর্ণের বার।
সাতক্ষীরা ৩৮বিজিবি ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর মোজাম্মেল হক এ ঘটনার সত্যতা স্বীকার করে জানান, এ ঘটনায় বিজিবি ভোমরা বিওপির হাবিলদার হাবিবুল্লাহ বাদি হয়ে সদর থানায় একটি মামলা দায়ের করেছেন।