ভোমরা সীমান্তে বিজিবির গুলিতে এক যুবক গুলিবিদ্ধ : হুন্ডির সাড়ে ১০ লাখ টাকা জব্দ


1126 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
ভোমরা সীমান্তে বিজিবির গুলিতে এক যুবক গুলিবিদ্ধ : হুন্ডির সাড়ে ১০ লাখ টাকা জব্দ
মার্চ ২৭, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

 

শেখ আরিফুল ইসলাম আশা :
সাতক্ষীরা সীমান্ত পথে ভারত থেকে হুন্ডির টাকা পাচারকালে বিজিবির গুলিতে এক ব্যক্তি আহত হয়েছেন।
তার কাছ থেকে উদ্ধার করা হয়েছে হুন্ডির সাড়ে ১০ লাখ টাকা।
আজ মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে সাতক্ষীরার ভোমরা সীমান্তে জিরো পয়েন্টের কাছে লক্ষ্মীদাঁড়িতে।
গুলিবিদ্ধ ব্যক্তির নাম মো. আলিমুদ্দিন (৩২) । তার বাবার নাম মো. আনারউদ্দিন গাজি। সাতক্ষীরা সীমান্তের লক্ষ্মীদাঁড়ি গ্রামে তার বাড়ি ।
বিজিবির ভোমরা বিওপি কমান্ডার সুবেদার আতাহার আলি বলেন এক ব্যক্তি বিজিবির চেকপোষ্টের সামনে দিয়ে ভোমরা বন্দরের দিকে আসছিলেন। তার গতিবিধি সন্দেহজনক হওয়ায় বিজিবি তাকে চ্যালেঞ্জ করে । তিনি দৌঁড়ে পালানোর চেষ্টা করলে বিজিবি তাকে পেছন থেকে পরপর দুইটি গুলি করে। এ সময় পায়ে গুলিবিদ্ধ হয়ে তিনি মাটিতে পড়ে যান। বিজিবি তাকে উদ্ধার করে । তার কাছ থেকে জব্দ করা হয়েছে সাড়ে দশ লাখ টাকা । বিজিবি জানায় এই টাকা হুন্ডির টাকা। ভারত থেকে তা পাচার করা হচ্ছিল।
আহত আলিমুদ্দিনকে সাতক্ষীরায় চিকিৎসার জন্য পাঠানো হয়েছে বলে জানান তিনি।