
আসাদুজ্জামান:
সাতক্ষীরার ভোমরা স্থল বন্দরের বিভিন্ন সমস্যা চিহ্নিত করনের লক্ষ্যে বিশেষ এক আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১ টায় ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের অফিস কক্ষে এ আলোচনা সভাটি অনুষ্ঠিত হয়। এফবিসিআই ষ্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড পোর্ট এর চেয়ারম্যান ও চাপাইনবাবগঞ্জ চেম্বার অব কমার্সের সভাপতি আব্দুল ওয়াহেদ এর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন, এফবিসিআই এর সহকারী সেক্রেটারী শাহ মোহাম্মদ আব্দুল খালেক, সাতক্ষীরা চেম্বার অব কমার্সের সভাপতি নাছিম ফারুক খান মিঠু, এফবিসিআই ষ্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড পোর্ট এর সাবেক পরিচালক ও কুষ্টিয়া চেম্বার অব কমার্সের সভাপতি বিজয় কুমার কেজরিয়াল, ভোমরা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কাজী নওশাদ দেলোয়ার রাজু, সাধারন সম্পাদক মোস্তাফিজুর রহমান নাসিম, ভারতের ঘোজাডাঙ্গা সিএন্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি কান্তি লাল দত্ত, সাধাররন সম্পাদক পরিমল রায়, ভোমরা কাষ্টমসের সহকারী পরিচালক সানোয়ার কবির, বন্দর উন্নয়ন কর্তৃপক্ষের সহকারী পরিচালক পার্থ ঘোষ, সাতক্ষীরা চেম্বার অব কমার্সেরপরিচালক মনিরুল ইসলাম মিনি, ভোমরা এমিগ্রেশন ওসি সুব্রত কুমার মন্ডল প্রমুখ।
আলোচনা সভায়, এফবিসিআই ষ্ট্যান্ডিং কমিটি অন ল্যান্ড পোর্ট, বর্ডার ট্রেড, ট্রানজিট এন্ড ট্রান্সশিপমেন্টসহ বন্দরের বিভিন্ন সমস্যা নিয়ে সেখানে বিশদ আলোচনা করা হয়।##