
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরা সদর উপজেলার রেউর বাজারে শনিবার সকালে ১১দফা দাবিতে মানববন্ধন করেছে শিশুরা । ‘মানবতার মুক্তি চাই’ ‘শিশুশ্রম বন্ধ কর’ ‘শিক্ষা আমার অধিকার’ ইত্যাদি শ্লোগান সম্বলিত প্লাকার্ড হাতে মানববন্ধনে দু’শতাধিক শিশু অংশগ্রহন করে।
হাওয়ালখালী মানবতার তরুন সংস্থার উদ্যোগে আয়োজিত মানববন্ধন চলাকালে আলোচনায় সংগঠনের প্রতিষ্ঠাতা বিদ্রোহী আলাউদ্দীনের সভাপতিত্বে বক্তব্য রাখেন শিক্ষক মহাসিন আলী,আবু সাইদ,আমিরুল ইসলাম,মাওঃ জালালুদ্দীন, রোকনুজ্জামান,নাজমুল আহসান প্রমুখ।
বক্তারা বলেন, আজকের শিশু আগামী দিনের ভবিষ্যৎ। সুশিক্ষায় শিক্ষিত হয়ে জাতির সেবা করতে হবে আজকের শিশুদের। তারা শিশুদের বাসযোগ্য পৃথিবী নির্মানে সবার উদ্যোগ কামনা করেন।