
স্টাফ রিপোর্টার ::
রোজ গার্ডেন স্কুলের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে। রোববার সকালে শিক্ষার্থীদের মানসিক বিনোদন ও মেধা বিকাশে এ ক্রীড়া প্রতিযোগিতা, বনভোজন ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি মো. আনছার আলীর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সমরেশ কুমার দাশ। বিশেষ অতিথি ছিলেন নড়াইল জেলা খাদ্য কর্মকর্তা লাইলা আফরোজা ডালিয়া। উপস্থিত ছিলেন সহকারী প্রধান শিক্ষক মোসলেমা খাতুন লাভলী, সহকারী শিক্ষক তাসলিমা খাতুন, নাসিমা খাতুন, ফারজানা সুলতানা হামিদা খাতুন, ফাহমিদা আলম, রওশন জাহান শিরি প্রমুখ।