
আসাদুজ্জামান :
সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে সদ্য জবাই করা একটি হরিণের লবণ মাখানো টাটকা চামড়া উদ্ধার করেছে বনকর্মীরা। বুধবার সকালে সাতক্ষীরার শ্যামনগর উপজেলার খোসালখালি গ্রামের আসগর আলির বাড়ির পাশে রাস্তা থেকে চামড়াটি উদ্ধার করা হয়।
কদমতলি ফরেস্ট স্টেশন অফিসার আবু সাঈদ জানান, গোপন সূত্রে খবর পেয়ে তিনি তার সহকর্মীদের নিয়ে খোসালখালি গ্রামে অভিযান চালিয়ে রাস্তার পাশ থেকে পলিথিনে জড়ানো হরিণের চামড়াটি জব্দ করেন। এ ঘটনায় কাউকে গ্রেফতার করা যায়নি বলে জানান তিনি। তিনি অরো জানান, এ ব্যাপারে বন আইনে একটি মামলা হয়েছে শ্যামনগর থানায়।