
এম কামরুজ্জামান :
সাতক্ষীরার ২৪তম পুলিশ সুপার হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছেন নবাগত পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন। শনিবার রাত ৮ টার দিকে তিনি আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব বুঝে নেন।
সদ্য বিদায়ি পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির এবং নবাগত পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন সন্ধ্যার পরে পুলিশ সুপারের কার্যালয়ে আসেন। রাত ৮ টার দিকে বিদায়ি পুলিশ সুপার, নবাগত পুলিশ সুপারের কাছে আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব হস্তান্তর করেন।
দায়িত্ব নেওয়ার পর নবাগত পুলিশ সুপার মোঃ আলতাফ হোসেন তার চেয়ারে বসেন। তারা বেশ কিছু সময় অফিস কক্ষে সময় কাটান।
রাত ১০ টার দিকে বিদায়ি পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির সাতক্ষীরা থেকে বিদায় নিয়েছেন।
পুলিশের একাধিক কর্মকর্তা ভয়েস অব সাতক্ষীরা ডটকমকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
————————–
নবাগত পুলিশ সুপারের সংক্ষিপ্ত জীবনী :
————————–
সাতক্ষীরা জেলায় নতুন পুলিশ সুপার হিসেবে যোগদান করলেন মোঃ আলতাফ হোসেন। তিনি সাতক্ষীরা জেলার বিদায়ী পুলিশ সুপার চৌধুরী মঞ্জুরুল কবির, পিপিএম(বার) এর স্থলাভিষিক্ত হলেন।
চৌধুরী মঞ্জুরুল কবির, পিপিএম(বার) গত ১৪ ডিসেম্বর ২০১৩ তারিখ সাতক্ষীরা জেলার ২৩তম পুলিশ সুপার হিসেবে যোগদান করে প্রায় আড়াই বছরের অধিক সময় দায়িত্ব পালন করেন। তিনি অতিরিক্ত ডিআইজি হিসেবে পদোন্নতি পেয়ে রংপুর রেঞ্জে বদলী হওয়ায় মোঃ আলতাফ হোসেন সাতক্ষীরা জেলায় যোগদান করেন।
মোঃ আলতাফ হোসেন ২০তম বিসিএস এর মাধ্যমে বাংলাদেশ পুলিশ বাহিনীতে যোগদান করেন। বাংলাদেশ পুলিশ একাডেমী, সারদায় ১ বছর মৌলিক প্রশিক্ষণ শেষে তিনি ৬ মাস শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার হিসেবে মুন্সিগঞ্জ জেলায় প্রশিক্ষণরত ছিলেন। অত:পর তিনি কেএমপি, ব্রাহ্মণবাড়িয়া জেলা, মাগুরা জেলা, বাংলাদেশ পুলিশ একাডেমী, পুলিশ হেডকোয়ার্টার্সসহ বাংলাদেশ পুলিশের গুরুত্বপূর্ণ ইউনিটে কর্মরত ছিলেন। সর্বশেষ তিনি ঝিনাইদহ জেলার পুলিশ সুপার হিসেবে সফলতার সাথে দায়িত্ব পালন করেছেন।
এছাড়াও তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে আইভরিকোষ্ট ও পূর্ব তিমুরে দায়িত্ব পালন করেছেন।
তিনি .ঢাকা বিশ্ববিদ্যালয় হতে প্রাণ রসায়ন বিষয়ে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রী অর্জন করেন।
তিনি পাবনা জেলার সদর উপজেলার শালগাড়িয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন।
ব্যক্তি জীবনে তিনি বিবাহিত এবং ২টি পুত্র সন্তানের জনক।
সাতক্ষীরা জেলায় দায়িত্ব পালনে তিনি সকলের সহযোগিতা চেয়েছেন।