সাতক্ষীরার ৩০ বিলের পানি নিস্কাশনের একমাত্র চ্যানেল শাঁখরা স্লুইচ গেটের মুখের পলি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অপসরণ


598 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরার ৩০ বিলের পানি নিস্কাশনের একমাত্র চ্যানেল শাঁখরা স্লুইচ গেটের মুখের পলি স্বেচ্ছাশ্রমের ভিত্তিতে অপসরণ
আগস্ট ৬, ২০১৫ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আলতাফ হোসেন বাবু / আব্দুর রহমান মিন্ট :
সাতক্ষীরা সদর, কলারোয়া ও দেবহাটা উপজেলার প্রায় ৩০টি বিলের পানি নিস্কাশনের একমাত্র চ্যানেল সাতক্ষীরা সদর উপজেলাা শাঁখরা স্লুইচ গেটের মুখে জমেথাকা পলি অপসরণ করা হয়েছে। বৃহস্পতিবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার বিভিন্ন এলাকার পাঁচ শতাধিক মানুষ স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে স্লইচ গেটের মুখের পলি অপসরণ করে। ফলে এই স্লইচ গেট দিয়ে জেলা বিভিন্ন এলাকার প্রায় ৩০টি বিলের পানি সীমান্ত নদী ইছামতি দিয়ে নিস্কাশন হবে।
সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুর আহসান ও সাতক্ষীরা জেলা পরিষদ প্রশাসক মুনসুর আহমেদ পলি অপসারণ কাজের উদ্বোধন করেন।
এলাকার বিশিষ্ট সমাজকর্মী আওয়ামী লীগ নেতা জাহাঙ্গির হোসেন কালু পলি অপসারণ কাজে নের্তৃত্ব দেন। এছাড়া উপস্থিত ছিলেন, কুলিয়া ইউপি চেয়ারম্যান আসাদুল হক, সাতক্ষীরা পৌর আ’লীগ নেতা রেজাউল কমির, আব্দুল হান্নান, আব্দুল কাদের ,গোলাম মোস্তফা, আব্দুর রহিম ,আবু জাহের, জাহাঙ্গির হোসেন বাবু, কামরুজ্জামান পলাশ প্রমুখ।
জানাগেছে, সাতক্ষীরা সদর, কলারোয়া ও দেবহাটা উপজেলার ৩০টি বিলের পানি নিস্কাশনের পথ বন্ধ থাকায় সাতক্ষীরার বিস্তির্ণ এলাকায় জলাবদ্ধতা দেখা দিয়েছে। শাখরা স্লইচ গেটের মুখে পলি জমে থাকার কারণে সীমান্ত নদী ইছামতি দিয়ে পানি নিস্কশন বন্ধ হয়ে গেছে। ফলে এলাকায় দেখা দিয়েছে জলবদ্ধতা। প্রায় ৫ হাজার ছাট বড় চিংড়ি ঘের ইতোমধ্যে ভেসে গেছে। অসংখ্য বাড়ি-ঘরে পানি উঠেছে। ধসে পড়েছে শত শত কাঁচা ঘর-বাড়ি। এলাকার মানুষ মানবেতর জীবন যাপন করছে।
জলাবদ্ধ পরিস্থিতি  নিরসণের জন্য স্বেচ্ছা শ্রমের ভিত্তিতে পলি অপসরণের এই উদ্যোগ নিয়েছে এলাকাবাসী।