সাতক্ষীরার ৪টি গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত করলেন এমপি রবি


520 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরার ৪টি গ্রাম বিদ্যুতের আলোয় আলোকিত করলেন এমপি রবি
মার্চ ২৯, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আব্দুর রহিম ::
সাতক্ষীরা সদরের ধুলিহর ইউনিয়নের কাশিনাথপুর, দৌলতপুর, পূর্ব শুকদেবপুর ও আহসানডাঙ্গা গ্রামে পল্লী বিদ্যুতের গ্রাম শুভ বিদ্যুতায়নের উদ্বোধন করা হয়েছে। বৃহস্পতিবার দুপুরে ০৮নং ধুলিহর ইউনিয়নের ০৬ ওয়ার্ডের দৌলতপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কাম সাইক্লোন সেল্টারে ধুলিহর ইউপি চেয়ারম্যান মো. মিজানুর রহমান (বাবু সানা)’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে স্লুইচ টিপে নতুন বিদ্যুৎ সংযোগের উদ্বোধন করেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এ সময় তিনি বক্তব্যে বলেন, ‘দেশের উন্নয়ন ও অগ্রযাত্রাকে এগিয়ে নিতে নতুন বিদ্যুৎ সংযোগের বিকল্প নেই। ২০১৮ সালের জুন মাসের মধ্যে সদর উপজেলার ১৪টি ইউনিয়নের প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা দেশের সামগ্রীক উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। বিদ্যুৎ উৎপাদনে সরকারের ভর্তুকি দেওয়ার কথা উল্লেখ করে বিদ্যুৎ ব্যবহারে সাশ্রয়ী হতে সকল নাগরিকদের প্রতি অনুরোধ জানান এমপি রবি। জননেত্রী শেখ হাসিনা সরকার চাই দেশের উন্নয়ন হোক। দেশ এগিয়ে যাক। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্নের সোনার বাংলা তৈরীর লক্ষ্য স্থির করে বাংলাদেশ আজ উন্নয়নশীল রাষ্ট্রের কাতারে। আমরা মানুষের ঘরে ঘরে আলো জ্বালাতে চাই। জননেত্রী শেখ হাসিনা সরকার ক্ষমতায় আসার পর থেকে দেশের আর্থ-সামাজিক উন্নয়নের পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে দেশকে এগিয়ে নিতে উদ্যোগ গ্রহণ করেছে। বর্তমান সরকারের উন্নয়ন কার্যক্রমের সুরক্ষায় জনগণের প্রতি আহ্বান জানিয়ে এমপি রবি বলেন, উন্নয়নের ধারাবাহিকতা রক্ষার জন্য সরকারের ধারাবাহিকতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। ২০১৪ সালে নির্বাচনের মাধ্যমে আওয়ামীলীগ সরকার ক্ষমতায় না আসলে দেশকে বর্তমান উন্নয়নের পথে নিয়ে আসা সম্ভব হতো না।’ বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার রবীন্দ্রনাথ দাস, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, শেখ তহিদুর রহমান ডাবলু, পল্লী বিদ্যুৎ সমিতির এজিএম কম মো. রফিকুল ইসলাম প্রমুখ। সাতক্ষীরা পল্লী বিদ্যুৎ সমিতি ধুলিহর ইউনিয়নের কাশিনাথপুর, দৌলতপুর, পূর্ব শুকদেবপুর ও আহসানডাঙ্গা গ্রামে ৭. ৫৩০ কিলোমিটার লাইন নির্মাণ করে ৯৪ লক্ষ টাকা ব্যয়ে ৩শ৩০টি পরিবারের মাঝে এ নতুন বিদ্যুৎ সংযোগ দিয়েছে।
##