সাতক্ষীরায় অধিকার বঞ্চিত আদিবাসীদের অধিকার সুরক্ষায় আলোচনা সভা


458 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় অধিকার বঞ্চিত আদিবাসীদের অধিকার সুরক্ষায় আলোচনা সভা
মার্চ ১২, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আব্দুর রহিম ::
সাতক্ষীরা জেলায় বসবাসরত নিপীড়িত অধিকার বঞ্চিত আদিবাসী জনগোষ্ঠীর মৌলিক স্বাধীনতা, মানবাধিকার ও ভূমি অধিকার সুরক্ষায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে সদর উপজেলা মিলনায়তনে আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন সাতক্ষীরা জেলা কমিটির আয়োজনে ও ইউরোপিয়ান ইউনিয়নের সহযোগিতায় আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন সাতক্ষীরা জেলা কমিটির সভাপতি মরিয়ম মান্নানের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, ‘বাংলাদেশের আদিবাসী জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে ব্যাপক সহায়তা দিচ্ছেন জননেত্রী শেখ হাসিনা। বাংলাদেশকে উন্নয়নশীল দেশে পরিনত করতে আদিবাসী জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়ন জরুরী। আদিবাসীরা আমাদের সমাজের একটি অংশ। সমাজের পিছিয়ে পড়া আদিবাসী জনগোষ্ঠীদের জীবনমান উন্নয়ন করে মূল স্রোতধারায় ফিরিয়ে আনতে হবে।’ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার তহমিনা খাতুন, মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, জেলা পরিষদ সদস্য মাহফুজা সুলতানা রুবি ও হিউমেন রাইটস প্রোগ্রাম অফিসার দীপঙ্কর সাহা প্রমুখ। আলোচনা সভার কিনোট উপাস্থাপন করেন আদিবাসী বিষয়ক জাতীয় কোয়ালিশন সাতক্ষীরা জেলার সহ-সভাপতি অপরেশ পাল। সাতক্ষীরা জেলার সুন্দরবন উপকুল অঞ্চলের আদিবাসীদের জীবনমান উন্নয়নে এবং মানবাধিকার রক্ষায় ১৬ দফা দাবী তুলে ধরা হয় এবং আদিবাসীরা তাদের বিভিন্ন সমস্যা ও দাবী তুলে ধরেন। আলোচনা সভা শেষে আদিবাসীদের নিজস্ব ভাষায় সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন মহুয়া মঞ্জুরী।

##