
আসাদুজ্জামান ঃ
সাতক্ষীরায় ব্যাংকার-উদ্যোক্তা সমাবেশ ২০১৬ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা শহরের অদূরে মোজাফফর গার্ডেনে এই সমাবেশের আয়োজন করে ওয়ান ব্যাংক লিমিটেড সাতক্ষীরা শাখা।
সমাবেশে ওয়ান ব্যাংক যশোর শাখার ব্যবস্থাপক ও এফভিপি আবু সাইদ মো. আব্দুল মান্নাফের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশে ব্যাংক খুলনা কার্যালয়ের নির্বাহী পরিচালক শেখ আজিজুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ ব্যাংক খুলনা কার্যালয়ের এসএমই অ্যান্ড স্পেশাল প্রোগ্রামের উপ-মহাব্যবস্থাপক প্রকাশ চন্দ্র বৈরাগী, ওয়ান ব্যাংকের হেড অব এসএমই সাহাদাত আহমেদ খান, ওয়ান ব্যাংক সাতক্ষীরা শাখার ব্যবস্থাপক সোহেল রানা প্রমুখ।
সমাবেশে প্রধান অতিথি বলেন, বাংলাদেশ ব্যাংক দেশের প্রত্যন্ত অঞ্চলে উদ্যোক্তা সৃষ্টির জন্য এসএমই ঋণকে বিশেষ গুরুত্ব দিচ্ছে। এ সময় তিনি এসএমই ঋণ বিতরণে বেসরকারি ব্যাংকগুলোকে এগিয়ে আসার আহবান জানান। সমাবেশে ৭০জন ব্যাংকার ও ক্ষুদ্র উদ্যোক্তা উপস্থিত ছিলেন।