
সুমন মূখার্জী ::
এসো ভালো কিছু করি আর্তমানবতার সেবাই একসাথে এই শ্লোগানকে সামনে রেখে আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের উদ্যোগে সোমবার বিকাল সাড়ে তিনটায় গরীব অসহায় দরিদ্র ও এতিম দের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের সভাপতি মোহাম্মদ জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি প্রকৌশলী মোঃ মফিজুর রহমান ঢালী। বিশেষ অতিথি ছিলেন আলিপুর ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য মোঃ রফিকুল ইসলাম, বালিথা শেখ পাড়া জামে মসজিদের সভাপতি মোহাম্মদ মামুনুর রশিদ, আলিপুর মিস্ত্রি পাড়া জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা আব্দুল সাত্তার, বিশিষ্ট ব্যবসায়ী মোঃ আব্দুর রহমান প্রমূখ। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের সাধারণ সম্পাদক মোঃ আলমগীর হোসেন। উক্ত অনুষ্ঠানে শতাধিক শীতার্ত মানুষের মধ্যে কম্বল বিতরণ করা হয়। সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন আছিয়া বেগম স্মৃতি পাঠাগারের সহ-সভাপতি মোঃ অহিদুল ইসলাম। অনুষ্ঠানে বক্তারা বলেন আছিয়া বেগম স্মৃতি পাঠাগার একটি মহৎ কাজ করছে । সমাজের পিছিয়ে পড়া গরীব, অসহায় হতদরিদ্র ও এতিম দের সেবায় এগিয়ে এসেছে। সমাজের সকল বিত্তবানদেরও এ কাজে সহযোগিতা জন্য এগিয়ে আশা উচিত। প্রধান অতিথি পাঠাগারের জন্য প্রয়োজনীয় সকল সাহায্য সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।