সাতক্ষীরায় আচরন বিধি লঙ্ঘন : কাউন্সিলর প্রার্থী মিন্টুকে পাঁচ হাজার টাকা জরিমানা


338 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় আচরন বিধি লঙ্ঘন : কাউন্সিলর প্রার্থী মিন্টুকে পাঁচ হাজার টাকা জরিমানা
ডিসেম্বর ১৯, ২০১৫ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

স্টাফ রিপোর্টার  :
সাতক্ষীরা পৌরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওসমান গনি মিন্টুকে নির্বাচনী আচরনবিধি লঙ্ঘনের দায়ে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। শনিবার বেলা বারটার দিকে তাকে এ জরিমানা করা হয়।

সাতক্ষীরা পৌরসভা নির্বাচনের ভারপ্রাপ্ত রিটার্নিং অফিসার মনিরা সুলতানা জানান,ওসমান গনি মিন্টু শহরের ফুড গোডাউন মোড়ে ভোটারদের মাঝে গেঞ্জি বিতরণ করছিলেন। খবর পেয়ে তিনি ঘটনাস্থলে উপস্থিত হয়ে ঘটনার সত্যতা পান। এর প্রেক্ষিতে নির্বাচন কমিশন আইনের ১৭/ক ধারায় তাকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
এবিষয়ে কাউন্সিলর প্রার্থী ওসমান গনি মিন্টু বলেন,ওই এলাকায় একটি ছেলে ফেরি করে গেঞ্জি বিক্রি করছিল। ষড়যন্ত্রমুলকভাবে তাকে দিয়ে তার নাম বলানো হয়েছে। তিনি নির্বাচনী আচরণ বিধি লঙ্ঘন করেনি।
এদিকে, শুক্রবার সাতক্ষীরার জেলা শহরের অদূরে মন্টু মিয়ার বাগান বাড়িতে ২ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী ওসমান গনি মিন্টুর বিরুদ্ধে ভোটারদের প্রভাবিত করার লক্ষ্যে ভূড়িভোজের আয়োজন করার অভিযোগ রয়েছে। ওই ওয়ার্ডের অপর প্রার্থী আয়ুব আলী ও শরিফুল ইসলাম ওই অভিযোগ করেন। স্থানীয় একাধিক পত্রিকায় শনিবার এনিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে।