
আসাদুজ্জামান :
সাতক্ষীরায় এক উপজেলা এক আদর্শ স্কুল শীর্ষক ইনোভেশন উদ্যোগের শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার সকালে সাতক্ষীরা সদর উপজেলার ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয় প্রাঙ্গনে এ ইনোভেশন উদ্যোগের উদ্ভোধন করা হয়। সদর উপজেলার ব্রক্ষ্মরাজপুর ইউনিয়নের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা এস এম শহিদুল ইসলামের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সাতক্ষীরার জেলা প্রশাসক আবুল কাশেম মোহাম্মদ মহিউদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সদর উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আসাদুজ্জামান বাবু, উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহ আব্দুল সাদী , জেলা পরিষদের প্রশাসনিক কর্মকর্তা এস এম মাহবুবুর রহমান, ফিংড়ি ইউনয়নের চেয়ারম্যান সামছুর রহমান প্রমুখ। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন, ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুর রহমান মুকুল।
অনুষ্ঠানে ডিবি ইউনাইটেড মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের মাঝে বাল্য বিবাহকে লাল কার্ড দেখিয়ে শপথ বাক্য পাঠ করান সদর উপজেলা নির্বাহি কর্মকর্তা শাহ আব্দুল সাদী।##