
আব্দুর রহমান :
‘স্বাক্ষরতা আর দক্ষতা, টেকসই সমাজের মূলকথা’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় পালিত হয়েছে আন্তর্জাতিক স্বাক্ষরতা দিবস। দিবসটি পালন উপলক্ষ্যে মঙ্গলবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি বর্নাঢ্য র্যালি বের হয়। এতে জেলার বিভিন্ন শিক্ষার্থীরা অংশ নেয়। র্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে গিয়ে শেষ হয়। র্যালীতে নেতৃত্ব দেন সাতক্ষীরা জেলা প্রশাসক নাজমুল আহসান।
পরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এক আলোচনা সভায় অনুষ্ঠিত হয়। সাতক্ষীরা জেলা প্রশাসকের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা শিক্ষা অফিসার কিশোরী মোহন সরকার। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক নাজমুল আহসান। প্রধান অতিথি বলেন, লেখা পড়ার মূল উদ্দেশ্য হলো ভালো মানুষ হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করা। ঝরে পড়া শিক্ষার্থীদের এগিয়ে নিতে হবে। এজন্য সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে।
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম আব্দুল্লাহ আল মামুন, সহকারী জেলা প্রাথমিক শিক্ষা অফিসার শেখ অহিদুল আলম। আলোচনা সভায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন অধ্যাপক নূর মোহাম্মাদ পাড়। এসময় উপস্থিত ছিলেন জেলা স্কাউট এর সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রিস, ক্রীড়া শিক্ষক ভদ্রকান্ত সরকার, সিরাজুল ইসলাম, সাইফুল ইসলামসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন সহকারী কমিশনার আবু সাঈদ ও সহকারী কমিশনার সাদিয়া আফরিন।