
সেলিম হোসেন ::
সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদীসের উদ্যোগে ইসলামী সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সন্ধ্যায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে উক্ত সম্মেলন অনুষ্ঠিত হয়। সম্মেলনে সভাপতিত্ব করেন জমঈয়তে আহলে হাদীসের সাতক্ষীরা জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক এ, এস, এম ওবায়দুল্লাহ গযনফর। প্রধান অতিথি ছিলেন জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ নজরুল ইসলাম। সাংগঠনিক সম্পাদক মাস্টার মোঃ আবু তাহের এর পরিচালনায় প্রধান আলোচক ছিলেন শাইখ মুহাঃ শহীদুল্লাহ খান মাদানী। এছাড়াও আলোচক ছিলেন বাংলাদেশ জমঈয়তে আহলে হাদীস উসতাজ সাংগঠনিক সম্পাদক শাইখ আব্দুন নূর বিন্ আব্দুল জব্বার, মাদ্রাসা মোহাম্মাদীয়া আরাবীয়ার উসতাজ ডঃ হােফজ শাইখ রফিকুল ইসলাম, প্রখ্যাত আলেমেদ্বীন মাওঃ আব্দুস সাত্তার কালাবাগী, সাতক্ষীরা জেলা জমঈয়তে আহলে হাদীসের জেনারেল সেক্রেটারী প্রভাষক মাওঃ শাহাদৎ হুসাইন প্রমুখ।
##