
স্টাফ রিপোর্টার ::
বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সাতক্ষীরা সদর উপজেলা শাখার নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে বৈকারী ইউপি সচিব তবিবুর রহমান সভাপতি ও ফিংড়ি ইউপি সচিব মাহফুজুর রহমান সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
শনিবার সাতক্ষীরা শহরের শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সদর উপজেলার ইউপি সচিবদের অংশগ্রহণে এ নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচন পরিচালনা করেন, বাংলাদেশ ইউনিয়ন পরিষদ সচিব সমিতি (বাপসা) সাতক্ষীরা জেলা শাখার সহ-সভাপতি কবীরুল আলম, সাধারণ সম্পাদক মো. কামরুজ্জামান ও সহকারী সম্পাদক আবু সুফিয়ান।
সভাপতি-সাধারণ সম্পাদক পদে ভোটের পরে সর্বসম্মতিক্রমে কুশখালী ইউপি সচিব মতিয়ার রহমান সহ-সভাপতি ও ঘোনা ইউপি সচিব গোলাম রব্বানী কোষাধ্যক্ষ মনোনীত হন।
##