
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরায় ইন্টারনেটের অপব্যবহারের মাধ্যমে শিশুদের যৌন নির্যাতন প্রতিরোধে স্থানীয় জন প্রতিনিধিদের সাথে এক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার বেলা ১১টায় নগরঘাটার ত্রিশ মাইল অগ্রগতি সংস্থার প্রাকটিক্যাল ট্রেনিং এন্ড রিসোর্স সেন্টারের হলরুমে অগ্রগতি সংস্থার আয়োজনে এবং টেরেন্ডেস হোমস নেদারল্যান্ডসের সহযোগীতায় সভা অনুষ্ঠিত হয়।
সভায় ব্রক্ষরাজপুর ইউপি চেয়ারম্যান শহিদুল ইসলামের সভাপতিত্বে বক্তব্য রাখেন, সদর উপজেলার ভাইস চেয়ারম্যান কহিনুর ইসলাম, প্রজেক্ট কোঅর্ডিনেটর আল- মামুন,প্রোগাম অফিসার সফিউল হক, নিপালিয়ন জিতেন ও প্রকাশ খানাল, ইউপি সদস্য ফেরদৌসী ইসলাম মিষ্টি, সাংবাদিক কৃষ্ণ ব্যানার্জী, আসাদুজ্জামান মধু প্রমূখ।
বক্তরা বলেন, ইন্টারনেটের কল্যাণে দেশ এদিয়ে যাচ্ছে। কিন্তু প্রত্যোক জিনিসের ভালো এবং মন্দ দিক আছে। সেজন্য ইন্টারনেট শিশুদের ব্যবহার উপযোগী করে তুলতে হবে। ইন্টারনেটের অপব্যবহারে বিশেষ করে অভিভাবকদের সতেচন হতে হবে। পরিবারই পারে শিশুদের ইন্টারনেট অপব্যবহার রোধ করতে। মত বিনিময় জনপ্রতিনিধি, সাংবাদিক ও এনজিও কর্মকর্তাসহ ২৪জন অংশ গ্রহন করেন।