সাতক্ষীরায় উঠান বৈঠকে এমপি রবি


427 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় উঠান বৈঠকে এমপি রবি
মার্চ ২৮, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আব্দুর রহিম ::
আওয়ামীলীগ সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য নিয়ে উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বুধবার বিকালে সদরের ০৫ নং শিবপুরপুর ইউনিয়নের গোদাঘাটা গ্রামে বারাকাতিয়া দাখিল মাদ্রাসা প্রাঙ্গণে সরকারের উন্নয়ন কর্মকান্ড ও সাফল্য তুলে ধরে মহিলাদের নিয়ে উঠান বৈঠকে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। এসময় তিনি বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে জঙ্গি দমন, বিদ্যুৎ সমস্যার সমাধান, খাদ্যে স্বয়ংসম্পূর্ণতা অর্জন, স্বাস্থ্য সেবা নিশ্চিতকরণ, শিক্ষা ব্যবস্থার আধুনিকায়ন, অবকাঠামো ও যোগাযোগ ব্যবস্থাসহ প্রতিটি খাতে ব্যাপক উন্নয়ন হয়েছে। উন্নয়নের এই ধারা অব্যাহত রাখতে দেশের জনগণ আগামী নির্বাচনেও আওয়ামী লীগকে ভোট দেবে। ২০১৪ সালে সরকারের ধারাবাহিকতা বজায় রেখে আওয়ামী লীগ সরকার ক্ষমতায় এসেছিল বলেই আজকে স্বপ্নের পদ্মা সেতুসহ দেশের বিভিন্ন সেক্টরে উন্নয়ন সম্ভব হয়েছে। তিনি আরো বলেন, বঙ্গবন্ধু কন্যা জননেত্রী শেখ হাসিনার বলিষ্ঠ ও সুযোগ্য নেতৃত্বে বাংলাদেশ আজ উন্নয়নশীল দেশ হিসেবে মাথা উঁচু করে দাঁড়িয়েছে। উন্নয়নের এ অগ্রযাত্রা কোন অপশক্তি রোধ করতে পারবেনা।’ এসময় ব্ক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ, অগ্রণী ব্যাংকের সাবেক জি.এম আব্দুস শহীদ খান চৌধুরী, জেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক পৌর কাউন্সিলর জ্যোৎন্সা আরা, জেলা আওয়ামীলীগের উপদেষ্টা গোপাল চন্দ্র ঘোষাল, জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম, বারাকাতিয়া দাখিল মাদ্রাসার সুপার মাওলানা মুহাম্মদ আলতাফ হোসাইন, জেলা শ্রমিকলীগের সহ-সভাপতি বিকাশ চন্দ্র দাস, আহছানিয়া মিশন আদর্শ আলিম মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা আব্দুল মজিদ সিদ্দিকি, সদর উপজেলা আওয়ামীলীগের শ্রম বিষয়ক সম্পাদক আবুল কালাম আজাদ, আগরদাড়ি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাবিবুর রহমান হবি, শিবপুর ইউনিয়ন আওয়ামীরীগের সভাপতি মো. শওকাত আলী, সাধারণ সম্পাদক ওবায়দুল ইসলাম মানি, জেলা মহিলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সুলেখা দাস, পলাশ মাস্টার, নারী নেত্রী মনোয়ারা খাতুন প্রমুখ। এসময় স্থানীয় আওয়ামীলীগের নের্তৃবৃন্দ এবং এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।