
বুধবার সন্ধ্যায় উদীচীর প্রতিষ্ঠাতা শিল্পী, সংগ্রামী, সাহিত্যিক সত্যেন সেনের ১১১ তম জন্ম বার্ষিকী উপলক্ষে শহরের নাজমুল স্মরনীস্থ জেলা উদীচীর অস্থায়ী কার্যালয়ে এক আলোচনা সভা সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত হয়। উদীচীর সভাপতি শেখ সিদ্দিকুর রহমানের সভাপতিত্বে সভায় সত্যেন সেনের জীবন ও কর্ম বিষয় আলোচনা সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক সুরেশ পান্ডে, অর্থ সম্পাদক স্বপন কুমার মন্ডল, দপ্তর সম্পাদক মনিরুজ্জামান মুন্না, সহ-সভাপতি শেখ মহসিন আলী, সদস্য মোঃ আব্দুল ওদুদ প্রমুখ। আলোচনা সভায় বক্তারা বলেন, সত্যেন সেন সব সময় অপসংস্কৃতির বিরুদ্ধে স্বোচ্চার ছিলেন। দেশ প্রেমে উদ্বুদ্ধ এই মহান ব্যক্তি আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমি পুরস্কার, একুশে পদক সহ অসংখ্য জাতীয় পুরস্কারে ভূষিত হন। সভাপতি তার বক্তব্যে সত্যেন সেনের মতাদর্শ সাতক্ষীরা উদীচীর সকল সদস্যদের মধ্যে ও সমাজে যাতে প্রতিফলিত হয় সে ব্যাপারে সবার সহযোগিতা এবং তাঁর আত্মার মাগফিরাত কামনা করা হয়।
প্রেস বিজ্ঞপ্তি