
ডেস্ক রিপোর্ট ::
নিরাপদ ও আরামদায়ক যাত্রীসেবার দৃঢ় প্রত্যয় নিয়ে সাতক্ষীরায় যাত্রা শুরু করলো হামদান এক্সপ্রেস। গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হয় হামদান এক্সপ্রেস এর সাতক্ষীরা কাউন্টারের। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক কাজী আক্তার আকিজ, ইনসিওরেন্স ডি জি এম মোহাম্মদ বদিউজ্জামান, হামদান এক্সপ্রেস এর সাতক্ষীরা ম্যানেজার মোহাম্মদ সোহেল ইসলাম ও রিপন, গাইডম্যান ইমদাদ, পারভেজ, রিয়াদ, নুরুজ্জামান যাত্রীবৃন্দ।

হামদান এক্সপ্রেস পরিবহন লিমিটেড প্রতিদিন সকাল থেকে রাত পর্যন্ত শ্যামনগর থেকে সাতক্ষীরা ভায়া পদ্মা সেতু টু কালনা টু ঢাকা চলাচল করবে। এছাড়াও সিলেট, চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, খাগড়াছড়ি, বরিশাল, কুয়াকাটায় যাত্রীসেবা প্রদান করবে।