সাতক্ষীরায় উন্নত চুলা ও জ্বালানী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ


525 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় উন্নত চুলা ও জ্বালানী মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ
মার্চ ২৯, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আব্দুর রহিম ::
“উন্নত চুলা উন্নত জীবন” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় তিন দিন ব্যাপি উন্নত চুলা ও জ্বালানী মেলা-২০১৮ এর সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বিকালে সাতক্ষীরা শহিদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা প্রশাসন ও ভূমিষ্ঠ এর যৌথ আয়োজনে এবং হাউজ হোল্ড এনার্জি প্লাটফর্ম প্রোগ্রাম ইন বাংলাদেশ এর সহযোগিতায় জেলা প্রশাসক মোহাম্মদ ইফতেখার হোসেনের সভাপতিত্বে অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা-০২ আসনের সংসদ সদ্য বীর মুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি, সাতক্ষীরা তালা-কলারোয়া-০১ আসনের সংসদ সদস্য এড. মুস্তফা লুৎফুল্লাহ, বিদ্যুৎ ও খাণিজ সম্পদ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব সালিমা জাহান, সাতক্ষীরা সদর উপজেলা চেয়ারম্যান মো. আসাদুজ্জামান বাবু, জেলা আওয়ামীলীগের দপ্তর সম্পাদক শেখ হারুন উর রশিদ ও জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি মকসুমুল হাকিম প্রমুখ। আলোচনা সভা শেষে তিন দিন ব্যাপি উন্নত চুলা ও জ্বালানী মেলা-২০১৮ উপলক্ষে চিত্রাংকন, অভিনয়, পুঁথিপাঠ ও লোক-সংগীত প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। প্রতিযোগিতায় সাতক্ষীরা পুলিশ লাইন মাধ্যমিক বিদ্যালয়ের ৭ম শ্রেণির ছাত্রী আফরিনা সাবরিন আভা পুঁথিপাঠ প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে এবং অভিনয়ে প্রথম স্থান অধিকার করে পিএন বিয়াম লাবরোটরী স্কুল (ইংলিশ মিডিয়াম)। তিন দিন ব্যাপি উন্নত চুলা ও জ্বালানী মেলা-২০১৮ উপলক্ষে স্টলে বিভিন্ন উন্নত চুলা ও জ্বালানী সম্পর্কে পরিবেশের ভারসাম্য রক্ষার বিষয়ে মেলার দর্শণার্থীদেরকে সচেতনতার লক্ষ্যে বিভিন্ন প্রদর্শণী দেখানো হয়। এতে সরকারি ও বেসরকারি জ¦ালানী সম্পর্কিত প্রতিষ্ঠান অংশ নেয়। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
##