
কৃষ্ণ ব্যানার্জী ::
একক ও গণ-গ্রামীণ বীমার খুলনা অঞ্চলের ব্যবসা উন্নয়ন সভা অনুষ্ঠিত হয়েছে। ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের আয়োজনে সোমবার দুপুরে সাতক্ষীরা মোজাফফর গার্ডেন এন্ড রিসোর্টের হল রুমে এ সভা অনুষ্ঠিত হয়।
ডেল্টা লাইফ ইনসিওরেন্স কোম্পানী লিমিটেডের কর্মকর্তা ফরহাদ জলিলের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন,এসিআইআই(ইউকে) মুখ্য নির্বাহী কর্মকর্তা আদিবা রহমান, বিশেষ অতিথি চীফ মার্কেটিং অফিসার বিনীত কুমার আগরওয়াল, উপ-ব্যবস্থাপনা পরিচালক উত্তম কুমার সাধু, সিনিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট আনোয়ারুল হক প্রমূখ।
বক্তারা বলেন, একক ও গণ-গ্রামীণ বীমার খুলনা অঞ্চলের ব্যবসা উন্নয়নের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়। সভায় খুলনা বিভাগের জেলা উপজেলা থেকে শতাধিক কর্মকর্তা কর্মচারী অংশ গ্রহন করেন।
##