
কে এম আনিছুর রহমান ::
সাতক্ষীরার কলারোয়ায় সাজেদা খাতুন (৩০) নামে এক গৃহবধু বিষপানে আত্মহত্যা করেছে। ঘটনাটি ঘটেছে বুধবার সকালে উপজেলার বাটরা গ্রামে। নিহত সাজেদা দুই সন্তানের জননী। তিনি ওই গ্রামের ইয়াসিন আলী মোড়লের স্ত্রী।
স্থানীয় সুত্রে জানা যায়, পারিবারিক কলহের জের ধরে সকাল ৭টার দিকে ওই গৃহবধু ঘরে থাকা কীটনাশক ওষুধ (ক্যাটারিন বিষ) পান করে। এ সময় বাড়ির লোকজন বুঝতে পেরে তাকে তাৎক্ষনিক কলারোয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরী বিভাগে নিয়ে যায়। পরে তাকে ওয়াস করে হাসপাতালের বেডে নিয়ে গেলে কিছুক্ষন পরে তার মৃত্যু হয়।
নিহতের মা নূরবানু জানান, পারিবারিক কোন কলহ হয়নি। তার মেয়ের প্রায় ১০ বছর আগে থেকে জিনের দৃষ্টি আছে। এ কারণে সে বিষপান করে আত্মহ্যা করেছে।
কলারোয়া হাসপাতালের আরএমও ডা. শফিকুল ইসলাম জানান, হাসপাতালে নিয়ে আসার আগে রোগির অবস্থা খারাব ছিলো। তারপরেও যততাড়াতাড়ি সম্ভব তাকে ওয়াস করে চিকিৎসা দেওয়ায় হয়। এরপর কিছুক্ষন পরে তার মৃত্যু হয়।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ নাছিরউদ্দীন মৃধা জানান, এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে। তবে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।