
আশ্রয় ফাউন্ডেশন-এর বাস্তবায়নে এবং দাতা সংস্থা অক্সফ্যাম-এর অর্থায়নে এলনা প্রকল্পের আওতায় দ্বি-মাসিক সমন্বয় সভা রবিবার (২৫ নভেম্বর ২০১৮) শেষ হয়েছে। সাতক্ষীরা প্রেসক্লাবের শহিদ স.ম আলাউদ্দীন মিলানয়তনে আয়োজিত দ্বি-মাসিক এই সভায় সভাপতিত্ব করেন আশ্রয় ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক মমতাজ খাতুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ধানদিয়া ইউনিয়নের চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম। সভায় এলনা প্রকল্পের লিড পার্টনার কর্তৃক বাস্তবায়িত কার্যক্রমের উপর উপস্থাপন যার মধ্যে আউটকাম, শিক্ষনীয় নিয়ে আলোচনা করেন।
সভায় অংশগ্রহনকারীরা হলেন তালা সদর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক ও তেতুলিয়া ইউনিয়নের প্রতিনিধি, সিডোর নির্বাহী প্রধান শ্যামল কুমার বিশ^াস, ক্রিসেন্ট এর নির্বাহী পরিচালক আবু জাফর সিদ্দিকী, মুক্তি ফাউন্ডেশন এর পরিচালক গোবিন্দ ঘোষ, সুশিলন এর সহকারী পরিচালক জিএম মনিরুজ্জামান, বড়কুপট গণরচতনা ফাউন্ডেশন এর নির্বাহী পরিচালক, শিবু প্রসাদ বৈদ্য, নারী উন্নয়ন সংস্থা, সাজেদা নারী উন্নয়ন সংস্থার নির্বাহী পরিচালক, আরা সংস্থার সহ এসকল সংস্থার প্রতিনিধিরা। সভায় সার্বিক সহযোগিতা ছিলেন আশ্রয় ফাউন্ডেশন এর এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান, প্রজেক্ট অফিসার-ফাইনান্স সন্দীপ সাহা, প্রজেক্ট অফিসার শেখ হুমাযুন কবির এবং এন্টার মোঃ আরিফুল ইসলাম, মোঃ টিপু সুলতান ও নাজমা আক্তার।