
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরায় এসিডের সুনিয়ন্ত্রিত ব্যবহার নিশ্চিতকল্পে এসিড বিক্রেতা ও ব্যবহারকারীদের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সাতক্ষীরা জেলা প্রশাসন ও অগ্রগতি সংস্থার আয়োজনে এবং এসিড সারভাইভারস ফাউন্ডেশন ও মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় বৃহস্পতিবার সকাল ১০টায় সাতক্ষীরা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে উক্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। অগ্রগতি সংস্থা সাতক্ষীরা নির্বাহী পরিচালক আব্দুস সবুর বিশ্বাসের সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা প্রশাসক আবুল কাশেম মোঃ মহিউদ্দিন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ্ আব্দুল সাদী, এএসএফ প্রতিনিধি সিদ্দীকুর রহমান। অন্যান্নদের মধে বক্তব্য রাখেন অ্যাড. হাফিজুর রহমান, জেলা অটো মোবাইল ওয়ার্কসপ সমিতির সভাপতি রাজা ইনতেশাদ, সাধারণ সম্পাদক শেখ আজাদ আলী, জেলা জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক মনোরঞ্জন কর্মকর। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন অগ্রগতি সংস্থার প্রতিনিধি নুরুল আমীন।