
আলতাফ হোসেন বাবু :
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান’র শাহাদাৎ বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে সাতক্ষীরায় কবিতা আবৃতি প্রতিযোগিতা “কবিতায় বঙ্গবন্ধু” এর পুরস্কার বিতরণ এবং আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ।
প্রগতিশীল সমাজ বিনির্মাণে সামাজিক সাংস্কৃতিক সংগঠন জাগ্রত সাতক্ষীরার আয়োজনে মঙ্গলবার বিকাল ৪টায় সাতক্ষীরা শিল্পকলা একাডেমিতে আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি সায়েম ফেরদৌস মিতুলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব নজাংল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশ আওয়ামীলীগ কেন্দ্রীয় উপ কমিটির সহ-সম্পাদক আ.হ.ম তারেক উদ্দীন, সাতক্ষীরা পৌর আওয়ামীলীগ সভাপতি আবু সায়ীদ।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিকলীগের সভাপতি ছাইফুল করিম সাবু, সিনিয়র সহ-সভাপতি শেখ হারুণ অর রশিদ, সাংবাদিক শরিফুল্লাহ কায়সার সুমন। পরে কবিতা আবৃতি প্রতিযোগিতার বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন অতিথিরা।