
সাতক্ষীরা থেকে করোনা টেস্টের জন্য এ পর্যন্ত ২৩৪ জনের নমুনা পাঠানো হয়েছে। 53 জনের রিপোর্ট পাওয়া গেছে। আশার কথা হলো সবাই করোনা নেগেটিভ।
কোভিড-১৯ আক্রান্ত ব্যাক্তির চিকিৎসায় ৩ টি এ্যাম্বুলেন্স সার্বক্ষণিক প্রস্তুত আছে, ৮ টি ভেন্টিলেশন সম্পূর্ণ প্রস্তুত করা হয়েছে, ২০ অক্সিজেন সিলিন্ডার এবং ২০ টি নেবুলাইজার প্রস্তুত রয়েছে। সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালকে করোনা হাসপাতাল হিসেবে ঘোষণা করা হয়েছে। যেখানে ১০০ টি বিছানা প্রস্তুত রয়েছে।
১ মার্চ থেকে ২৮ মার্চ পর্যন্ত সারা বিশ্বের নানা দেশ থেকে প্রায় ১১,২৪৮ মানুষ সাতক্ষীরায় এসেছিলেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রত্যেকের বাড়িতে লাল পতাকা এবং স্থানীয় কমিটির মাধ্যমে ১১,২৪৮ লোকের হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছিল। জেলা পুলিশ এবং স্বাস্থ্য বিভাগও হোম কোয়ারেন্টাইন নিশ্চিতে নিজস্ব ব্যবস্থাপনায় কাজ করেছিল।
কোভিড-19 পরিস্থিতি (২২/৪/২০১৯ ।। সময়ঃ সকাল ১১ টা)
ক্রমিক নং | পূর্বদিন পর্যন্ত সংখ্যা | বর্তমান তারিখে সংখ্যা | মোট সংখ্যা | মন্তব্য | |
১. | আক্রান্ত | 0 | 0 | ||
২. | বাড়িতে কোয়ারেন্টাইন | 8111 | 976 | ৯০৮৭ | |
৩. | প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন | 3793 | ০ | ৩০৯৬ | |
৪. | আইসোলেসন | ৫ | ০ | ৫ | |
৫. | কোয়ারেন্টাইন/আইসোলেসন থেকে ছাড়প্রাপ্ত | 11570 | ১১৫৪ | 12,724 | |
৬. | ১ মার্চ ২০২০ থেকে বিদেশ প্রত্যাগত | 11248 | 0 | 11248 | |
৭. | ঠিকানা ও অবস্থান চিহ্নিত বিদেশ প্রত্যাগত ব্যক্তি | 11248 | 0 | 11248 | লাল পতাকা দিয়ে হোম কোয়ারেন্টাইন নিশ্চিত করা হয়েছে |
গত ১৪ দিনে নারায়নগঞ্জ, মাদারিপুর এবং শরিয়তপুর থেকে লক ডাউনের মধ্যেও ১২ হাজারের বেশি মানুষ সাতক্ষীরা জেলাতে এসেছে। যারা ফিরে আসছেন তাদের প্রাতিষ্ঠানিক এবং হোম কোয়ারেন্টিন নিশ্চিত করতে উপজেলা নির্বাহী অফিসারদের নির্দেশ দেয়া হয়েছে। এদের মধ্যে ৩০৯৬ জনকে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে এবং অন্যান্যদের বাড়িতে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। এর মধ্যে সাতক্ষীরা সদর উপজেলায় ১২ জন, শ্যামনগর উপজেলায় ২০৯ জন, কালিগঞ্জ উপজেলায় ১৮৭৬ জন এবং আশাশুনি উপজেলায় ১০ জন, দেবহাটা উপজেলায় ৪৮৯ জন, তালা উপজেলায় ৫00 জন প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে রয়েছেন। আজ যারা এসেছেন তাদেরকে হোম কোয়ারেন্টাইনে রাখার ব্যবস্থা করা হয়েছে। জেলা প্রশাসক নিজে গত ৪ দিনে সকল উপজেলায় গিয়ে জনপ্রতিনিধি এবং সরকারি কর্মকর্তাদের সাথে সভা করেছেন। নতুন আগত সকলের হোম কোয়ারেন্টাইন নিশ্চিতের ব্যবস্থা নিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদেরকে গ্রাম কমিটি গঠনের মাধ্যমে ঐসকল জেলা থেকে বাড়িতে আগত ব্যাক্তিদের হোম কোয়ারেন্টাইন জোরদার করতে জেলা প্রসাসক নির্দেশনা দিয়েছেন।
উপজেলার নাম | প্রাতিষ্ঠানিক কোয়ারিন্টাইন | হোম কোয়ারিন্টাইন |
আশাশুনি | 10 | 3748 |
দেবহাটা | 489 | 71 |
কালিগঞ্জ | 1876 | 0 |
শ্যামনগর | 209 | 4267 |
কলারোয়া | 0 | 201 |
তালা | 500 | 800 |
সদর | 12 | 0 |
মোট | 3096 | 9087 |
এ ৩০৯৬ জনের মধ্যে অর্ধ্যেকেরও বেশি ১৪ দিনের কোয়ারেন্টাইন শেষ হবে ২/১ দিনের মধ্যে বাড়ি ফিরবেন।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে আজ পর্যন্ত সাতক্ষীরা জেলাতে মোট বরাদ্দ পাওয়া গেছে ১১০০ মেঃ টন চাল, নগদ ৫০,৫০,০০০/- টাকা এবং শিশু খাদ্যের জন্য পাওয়া গেছে ১০,০০,০০০ টাকা।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রনালয় থেকে প্রাপ্ত বরাদ্দ হতে বিতরণঃ
উপজেলা | খাদ্য সহায়তা | নগদ অর্থ | শিশু খাদ্য | প্রাপ্য পরিবারের সংখ্যা | মন্তব্য | |
১ | ২ | ৩ | ৪ | ইতোমধ্যে ৮৩,৮০০ পরিবারকে সরকারি ত্রাণ সহায়তা দেওয়া হয়েছে। | ||
1. | সাতক্ষীরা সদর | 179 মেঃ টন | 7,13,500/- | 1,75,228/- | ১79০০ | |
2. | কলারোয়া | 105 মেঃ টন | 5,20,000/- | 99,724/- | 1০5০০ | |
3. | তালা | 122 মেঃ টন | 5,92,000/- | 1,01,724/- | ১22০০ | |
4. | আশাশুনি | 113 মেঃ টন | 5,93,000/- | 1,01,435/- | 113০০ | |
5. | দেবহাটা | 76 মেঃ টন | 4,07,000/- | 74,793/- | 76০০ | |
6. | কালিগঞ্জ | 113 মেঃ টন | 5,69,500/- | 1,01,724/- | 113০০ | |
7. | শ্যামনগর | 134 মেঃ টন | 6,35,000/- | 1,75,228/- | ১3৪০০ | |
8. | সাতক্ষীরা পৌরসভা | 118 মেঃ টন | 5,72,000/- | 1,20,129/- | 118০০ | |
9. | কলারোয়া পৌরসভা | ৪0 মেঃ টন | 1,48,000/- | 49,862/- | 40০০ | |
10. | মোট | 1000 মেঃ টন | 47,50,000/- | 9,99,847/- | 1,00,0০০ | |
অবশিষ্ট | ১০০ মেঃ টন | ৩,০০,০০০/- | ১৫৩/- | |||
মোট | ১১০০ মেঃ টন | ৫০,৫০,০০০/- | ১০,০০,০০০/- |
সাতক্ষীরা জেলা প্রশাসকের কার্যালয় ও উপজেলা নির্বাহী অফিসার এর অফিসে ত্রাণ তহবিল খোলা হয়েছে। জেলা প্রশাসকের ত্রাণ তহবিলে জেলা প্রশাসকের ঈদ বোনাস, জেলা ও উপজেলা প্রশাসনের কর্মকর্তাদের ১ দিনের বেতন সমপরিমান অর্থ, জেলা কৃষি বিভাগ তাদের ১ দিনের বেতন সমপরিমান অর্থ ত্রাণ তহবিলে আর্থিক সাহায্য হিসেবে প্রদান করেছেন। সাবেক সংসদ সদস্য ইঞ্জিনিয়ার শেখ মুজিবুর রহমান ১ লক্ষ টাকা নগদ অনুদান দিয়েছেন।
সাতক্ষীরা জেলার সকল উপজেলায় বেসরকারি ত্রাণ তহবিল গঠন করা হয়েছে। উপজেলা পর্যায়ে কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী তাদের একদিনের বেতন সমপরিমাণ অর্থ, উপজেলা চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও সদস্যগণ তাদের বেতন এবং প্রবাসী ও ধর্ণাঢ্য ব্যবসায়ীগণ তাদের নিজ নিজ সামর্থ্য অনুযায়ী সাহায্য প্রদান করছেন। কালিগঞ্জে প্রায় ১২ লক্ষ টাকা বেসরকারি ত্রাণ তহবিলে সহায়তা পাওয়া গিয়েছে যার দ্বারা ৪০০০ মানুষকে ত্রাণ বিতরণ করা হয়েছে ও পর্যায়ক্রমে আরও সাহায্য করা হবে। তালায় প্রায় ৪.৫ লক্ষ টাকা বেসরকারি ত্রাণ তহবিলে সহায়তা পাওয়া গেছে। দেবহাটায় ২.৬৫ লক্ষ টাকা বেসরকারি ত্রাণ তহবিলে জমা হয়েছে যার দ্বারা ৫ টন চাল ক্রয় করা হয়েছে। আশাশুনিতে ৫ লক্ষ টাকা বেসরকারি ত্রাণ তহবিলে জমা হয়েছে। অন্যান্য উপজেলাতেও বেসরকারি ত্রাণ তহবিলে সামর্থ্য অনুযায়ী মানুষ সাহায্য প্রদান করছেন।
করোনাভাইরাস প্রাদুর্ভাবে সংকটকালীন সময়ে কর্মহীন বন্দর শ্রমিক, হোটেল শ্রমিক, সেলুন শ্রমিক, ভ্যানচালক, মোটরবাইক চালক, ইজিবাইক চালকসহ বিভিন্ন শ্রেণির অসহায় মানুষের মাঝেও মাননীয় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে। উপজেলা ও পৌরসভার 8৩৮০০ পরিবারের মাঝে সরকারি ত্রাণ বিতরণ করা হয়েছে। সকল সরকারি ত্রাণ বিতরণের ক্ষেত্রে সকলকে ব্যাগের গায়ে “মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপহার” কতাটি লিখে দেয়া হচ্ছে।
জেলার সামগ্রিক প্রচারনা, ত্রাণ বিতরণ (মধ্যবিত্ত ও শ্রমিক শ্রেণি) ও ভ্রাম্যমান বাজারের চিত্রঃ
নাম | প্রচারণা | জীবাণুনাশক স্প্রে | ত্রাণ বিতরণ (মধ্যবিত্ত) | ত্রাণ বিতরণ (শ্রমিক) | বাজার স্থানান্তর | ভ্রাম্যমান বাজার চালু |
সাতক্ষীরা সদর | প্রতিটি ইউনিয়নে | প্রতিটি ওয়ার্ডে | দুটি আশ্রয়ন কেন্দ্রে ত্রাণ দেয়া হয়েছে । | ২ টি | সাতক্ষীরা সদরের প্রতিটি ইউনিয়ন এ ৫ টি করে ভ্রাম্যমাণ বাজার চালু করা হবে। | |
তালা | প্রতিটি ইউনিয়নে | প্রতিটি ওয়ার্ডে | ৬০০ | ১২০০ | ২৫ টি |