সাতক্ষীরায় নকল কষ্টি পাথরের মূর্তিসহ আটক ১


594 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় নকল কষ্টি পাথরের মূর্তিসহ আটক ১
মার্চ ২১, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

ইব্রাহিম খলিল ::
বাড়িতে কালো পাথরের লক্ষ্মী মূর্তি রেখে জনগণের সাথে প্রতারণার অভিযোগে সাতক্ষীরায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। বুধবার সকালে তালা উপজেলার কলাগাছিয়া গ্রামে নিজ বাড়ি থেকে কানু লাল সরকার নামে ওই ব্যক্তিকে আটক করা হয়। মূল্যবান কষ্টি পাথরের মূর্তির কথা বলে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন কানু লাল সরকার।

এ সময় তার কাছ থেকে একটি নকল লক্ষ্মী মূর্তি ছাড়াও বেশ কিছু তাম্রমুদ্রা ও পিতল-কাঁসার বাসনপত্র জব্দ করা হয়েছে।

জেলা গোয়েন্দা পুলিশের পরিদর্শক আলি আহমেদ হাশেমী জানান, বুধবার ক্রেতা সেজে কয়েকজন পুলিশ সদস্য তার বাড়িতে প্রবেশ করেন। এ সময় কানুলাল তাদের সাথে মূর্তিটি বিক্রয়ের চুক্তি করেন। পরে নিজ ঘরের মাটির নিচ থেকে কালো পাথরের তৈরি একটি লক্ষ্মী মূর্তি উত্তোলন করেন। এ সময় তাকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ পরিদর্শক আরও জানান, কানু লাল তার অপরাধ স্বীকার করে বলেছেন, তিনি এই মূর্তি দেখিয়ে মানুষের সাথে নানাভাবে প্রতারণা করে আসছেন।
###