
আব্দুর রহমান :
সাতক্ষীরা জেলা শহরের ইটাগাছা জামে মসজিদ পাঠাগারের উদ্যোগে বার্ষিক কুইজ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার বিকাল ৫টায় ইটাগাছা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আলহাজ্ব মোঃ আব্দুল মজিদ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ইটাগাছা জামে মসজিদের ইমাম হাফেজ মাওলানা রেজওয়ানুল করিম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন এড. জিএম আব্দুল মতিন, শেখ বায়জিদ হোসেন, আলহাজ্ব আব্দুল জব্বার, খন্দকার শহিদুল ইসলাম।
এসময় আরো বক্তব্য রাখেন ইটাগাছা মসজিদ পাঠাগার কমিটির সভাপতি হাফেজ মুজাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক রাশেদুজ্জামান রুবেল প্রমুখ। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে পৌর সভার বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে ২৪ জন শিক্ষার্থী ও অতিথিদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এসময় বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষার্থী ও স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন শিক্ষক মোঃ শহিদুল্লাহ।