
আব্দুর রহমান মিন্টু :
সাতক্ষীরায় কৃতি শিক্ষার্থী সংবর্ধনা, বোর্ড ফি ও শিক্ষার্থী বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকাল ১১ টায় জাগরণী চক্র ফাউন্ডেশনের আয়োজনে এক অনুষ্ঠানের আয়োজন কারা হয়।
জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় পরিচালক এক্সিকিইটিভ সেক্রেটারী জাগরনী চক্র ফাউন্ডেশনের মোঃ নুরুল ইসলামের সভাপতিত্বে প্রদান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রমাসক ( রাজস্ব) অরুণ কুমার।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা শিক্ষা অভিসার কিশোরী মোহন সরকার, জাগরণী চক্রের এরিয়া ম্যানেজার মোঃ আব্দুস শহীদ, জোনাল ম্যানেজার এম এম মিজানুর রহমান, ছাত্র-ছাত্রীদের মধ্যে বক্তব্য রাখেন সুমাইয়া সাদিক।
অনুষ্ঠানে ১১৫জন কৃত ছাত্র-ছাত্রীদের মধ্যে সর্ব নিম্ন ১৩শ সর্বচ্চ ৫ হাজার করে মোট ২লাখ ৪৭ হাজার ৫৫০ টাকা প্রদান করা হয়।