
আব্দুর রহমান : ‘কৃষিই সম্মৃদ্ধি’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরায় ৫ দিনব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ করা হয়েছে। এ উপলক্ষে বৃহস্পতিবার বিকালে সদর উপজেলা পরিষদ চত্বরে জেলা কৃষি প্রশিক্ষণ কর্মকর্তা জি.এম.এ গফুরের সভাপতি প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক কৃষিবিদ কাজী আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সদর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কোহিনুর ইসলাম, সদর উপজেলা কৃষি অফিসার মোঃ আমজাদ হোসেন প্রমুখ। এসময় উপস্থিত ছিলেন উপ সহকারী কৃষি অফিসার অমল ব্যানার্জি, কিরণময় সরকার, তামান্না তাছনীম, শওকত হায়দায়, সাংবাদিক ইয়ারব হোসেন প্রমুখ।