
স্টাফ রিপোর্টার :
সাতক্ষীরায় কড়া নিরাপত্তার মধ্যদিয়ে ভোট কেন্দ্র গুলিতে ব্যালট পেপার,ব্যালট বক্সসহ অন্যান্য নির্বাচনী সরাঞ্জম পাঠানো শুরু হয়েছে।
মঙ্গলবার সকাল থেকে সাতক্ষীরা ও কলারোয়া দুটি পৌর সভায় নির্বাচন শান্তিপূর্ন পরিবেশে নির্বাচন অনুষ্ঠানে জন্য আনসার বাহিনীর সদস্য ও পুলিশের পাশাপাশি ৩ প্লাটুন বিজিবি ও বিপুল সংখ্যক র্যাব মোতায়েন করা হয়েছে।
দুপুর থেকে সাতক্ষীরায় ৬ জন এবং কলারোয়া পৌর সভায় ৩ জন নির্বাহী ম্যাজিট্রেট নিয়োগ দেয়া হয়েছে।
সাতক্ষীরা পৌর সভায় ৭৯ হাজার ৬‘শ ৩৪ জন ভোটার ৩১ টি ভোট কেন্দ্রে এবং কলারোয়া পৌর সভার ১৮ হাজার ৫‘শ ২৫ জন ভোটার ৯ টি ভোট কেন্দ্রে তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।