সাতক্ষীরায় কোমলপানীয় ভেবে কীটনাশক পান, হাসপাতালে শিশু


114 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় কোমলপানীয় ভেবে কীটনাশক পান, হাসপাতালে শিশু
মার্চ ২৯, ২০২৩ ফটো গ্যালারি শ্যামনগর
Print Friendly, PDF & Email

ডেস্ক রিপোর্ট ::

সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় কোমলপানীয় ভেবে জিম আক্তার নামে ১০ বছরের এক শিশু কীটনাশক পান করেছে। এতে গুরুতর অসুস্থ হলে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

মঙ্গলবার (২৮ মার্চ) দুপুরে উপজেলা সদরের মাজাট গ্রামে এ ঘটনা ঘটে। শিশুটি ওই গ্রামের মো. আব্দুল আলিমের মেয়ে।

জিমের বাবা আব্দুল আলিম জানান, ঘরের চালে পরিত্যক্ত বোতলে ক্ষেতে ব্যবহারের কীটনাশক ঝুলিয়ে রাখা ছিল। জিম তা নামিয়ে কোমলপানীয় ভেবে পান করে। এসময় কীটনাশকের গন্ধ ছড়িয়ে পড়লে পরিবারের সদস্যরা দ্রুত তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।

শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. শিরুজ্জামান বলেন, পাকস্থলী ওয়াশ করার পর শিশুটিকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। অবস্থা উন্নতির দিকে হলেও পরবর্তী ২৪ ঘণ্টা না গেলে কোনো মন্তব্য করা যাবে না।

#