
স্টাফ রিপোর্টার ::
সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার সার্বিক ব্যবস্থাপনায় সাতক্ষীরা স্টেডিয়ামে সফটরক প্রিমিয়ার ক্রিকেট, ১ম বিভাগ ক্রিকেট, প্রাইম ব্যাংক ইয়ং টাইগার্স জাতীয় স্কুল ক্রিকেট চ্যাম্পিয়নমী ও অন্তঃকক্ষ ক্রীড়া প্রতিযোগিতার পুরষ্কার বিতরনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা সদর -২ আসনের মাননীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা মীর মোস্তাক আহমেদ রবি। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন সাতক্ষীরা জেলার নবাগত জেলা প্রশাসক ও সাজেক্রীস সভাপতি জনাব মোহাম্মদ ইফতেখার হোসেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলার পুলিশ সুপার ও সাজেক্রীস সহ-সভাপতি জনাব মোঃ সাজ্জাদুর রহমান, সহ-সভাপতি জনাব আশরাফুজ্জামান আশু, সাধারণ সম্পাদক এ.কে.এম আনিছুর রহমান, প্রাইম ব্যাংক হেড অব ব্রাঞ্চ কে.এম নাজমুল ইসলাম। অনুষ্ঠানে আরোও উপস্থিত ছিলেন সাজেক্রীস এর যুগ্ম সম্পাদক শেখ আব্দুল কাদের, তৈয়ব হাসান বাবু, কোষাধ্যক্ষ শাহ আলম হাসান শানু, নির্বাহী সদস্য মির্জা মনিরুজ্জামান কাকন, মোঃ ইদ্রিস আলী, সৈয়দ জয়নুল আবেদীন জসি, ইকবাল কবির খান বাপ্পি, মীর তাজুল ইসলাম রিপন, কবিরুজ্জামান রুবেল, হাফিজুর রহমান খান বিটু, মোঃ আলতাফ হোসেন, খন্দকার আরিফ হাসান প্রিন্স, ফুটবল এসোসিয়েশনের সভাপতি ইঞ্জিঃ সিরাজুল ইসলাম খান, সাতক্ষীরা সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষিকাসহ স্কুল ক্রিকেটে অংশগ্রহনকারী স্কুল গুলোর শিক্ষক ও শিক্ষার্থীসহ বিভিন্ন ক্লাবে খেলোয়াড়, কর্মকর্তাসহ ক্রীড়ামোদী দর্শক।