সাতক্ষীরায় ক্ষয়ক্ষতি হয়নি, আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছে মানুষ


190 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় ক্ষয়ক্ষতি হয়নি, আশ্রয়কেন্দ্র থেকে ঘরে ফিরছে মানুষ
অক্টোবর ২৫, ২০২২ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

॥ শাহিদুর রহমান ॥

সাতক্ষীরায় ঘূর্ণিঝড় সিত্রাং এর প্রভাবে কোনো ধরনের ক্ষতি হয়নি। আশ্রয় কেন্দ্রে যারা উঠছিল তারা সকাল থেকে বাড়িতে ফিরতে শুরু করেছে। সকাল থেকে আকাশ মেঘাচ্ছন্ন ছিল। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে আকাশ পরিষ্কার হতে শুরু করেছে। বৃষ্টিও কমে গেছে।

সাতক্ষীরা জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির বলেন, সিত্রাং রাতেই আঘাত হেনেছে। তবে সাতক্ষীরায় কোনো ধরনের ক্ষতি হয়নি। সিত্রাং সাতক্ষীরা উপকূল ঘেঁষে বরগুনা বা বরিশালের দিকে চলে গেছে। যে কারণে সাতক্ষীরা উপকূলের মানুষ এ যাত্রাই রক্ষা পেয়েছে।

তিনি জানান, জ্বলোচ্ছ্বাসের আশঙ্কা ছিল। কিন্তু নদীর পানি সেভাবে বাড়েনি। ফলে বেড়িবাঁধের তেমন কোনো ক্ষতি হয়নি। কিছু এলাকায় বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ রয়েছে। সেগুলো চিহ্নিত করে জরুরিভাবে সংস্কারের ব্যবস্থা করা হয়েছে।

পানি উন্নয়ন বোর্ডের তথ্যমতে, সাতক্ষীরায় ৮০০ কিলোমিটার বেড়িবাঁধ রয়েছে। এর মধ্যে ২০০ কিলোমিটার বেড়িবাঁধ ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়। শ্যামনগর ও আশাশুনিতে বেড়িবাঁধের ২৫টি স্থানকে অধিক ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। ওইসব এলাকার মানুষ সর্তক রয়েছে।