
আব্দুর রহমান :
বর্তমান সরকারের দ্বিতীয় বছর পূর্তি ও গণতন্ত্র রক্ষা দিবস উপলক্ষে সাতক্ষীরা জেলা আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও র্যালী অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে শহীদ আব্দুর রাজ্জাক পার্কে জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ন সাধারন সম্পাদক অধ্যক্ষ অবু আহমেদের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা আওয়ামীলীগের সাবেক যুগ্ম সম্পাদক সৈয়দ ফিরোজ কামাল শুভ্র, উপ দপ্তর সম্পাদক মীর মোশারফ হোসেন মন্টু, সাংগঠনিক সম্পাদক ফিরোজ আহমেদ, সদর উপজেলা আওয়ামীলীগের সভাপতি এস.এম শওকত হোসেন, সাধারন সম্পাদক শাহজান আলী, পৌর আওয়ামীলীগের সভাপতি মোহাম্মদ আবু সায়ীদ, ৩নং ওয়ার্ড কাউন্সিলর আব্দুস সেলিম, জ্যোৎন্সা আরা, পৌর আওয়ামীলীগ নেতা রাশেদুজ্জামান রাশি, জেলা ছাত্রলীগের সভাপতি তানভীর হুসাইন সুজন, সাধারণ সম্পাদক এহসান হাবীব অয়ন প্রমুখ। আলোচনা সভা শেষে শহীদ আব্দুর রাজ্জাক পার্ক থেকে একটি র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
এসময় উপস্থিত ছিলেন দেবহাটা উপজেলা চেয়ারম্যান এড. গোলাম মোস্তফা, নব নির্বাচিত পৌর কাউন্সিলর শেখ জাহাঙ্গীর হোসেন কালু, শহিদুল ইসলাম, কাজী ফিরোজ হাসান, যুবলীগ নেতা খন্দকার আরিফ হাসান প্রিন্স, মিজানুর রহমান মিজান, শেখ আলমগীর হাসান আলম, গোলাম কিবরিয়া বাবু, শেখ রফিকুল ইসলাম রানা, শাকিলা ইসলাম জুই, ফিরোজ আহমেদ প্রমুখ।