
আব্দুর রহমান :
‘উন্নত ও সম্মৃদ্ধ বাংলাদেশ বিনির্মানে (ইঁরষফ ংশরষষ ইধহমষধফবংয ) অঙ্গিকারে সাতক্ষীরায় গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৫তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্নাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে বেলুন ও ফেস্টুন উড়িয়ে র্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক নাজমুল আহসান।
র্যালিটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে সড়ক ও জনপদ কার্যালয়ে গিয়ে শেষ হয়। পরে আলোচনা সভায় সভাপতিত্ব করেন আইডিইবি’র সভাপতি প্রকৌশলী আতিয়ার রহমান। বক্তব্য রাখেন আইডিইবি’র সাধারণ সম্পাদক ও সহকারী প্রকৌশলী সেলিম সরোয়ার, যুগ্ম সম্পাদক প্রকৌঃ আবু জাহিদ বিন গফুর, সড়ক ও জনপদের নির্বাহী প্রকৌশলী আব্দুর রশিদ, আইডিইবি’র সাংগঠনিক সম্পাদক প্রকৌশলী গোলাম মোস্তফা, চাকুরি বিষয়ক সম্পাদক প্রকৌঃ মাসুদ রানা, নির্বাহী সদস্য প্রকৌঃ মাসুদ ডাকুয়া, প্রকৌঃ কামরুল আখতার, সাতক্ষীরা পৌরসভার এসও সাগর দেবনাথ প্রমুখ।