সাতক্ষীরায় গাজী টায়ারস্ এর গ্যারেজ মেকানিক মিলন মেলা


490 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় গাজী টায়ারস্ এর গ্যারেজ মেকানিক মিলন মেলা
মার্চ ১৬, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

আসাদুজ্জামান ::
“ নিরাপদ হোক পথচলা..” এই শ্লোগানকে সামনে রেখে সাতক্ষীরায় গ্যারেজ মেকানিক মিলন মেলা-২০১৮ অনুষ্ঠিত হয়েছে। গাজী টায়ারস্ এর আয়োজনে শুক্রবার বেলা ১১ টায় শহরের অদূরে তুফান কনভেনশন সেন্টার এন্ড রিসোর্ট সেন্টারে উক্ত মিলন মেলাটি অনুষ্ঠিত হয়। গাজী টায়ারস্ এর ডেপুটি ম্যানেজার এস.এম কামরুল হাসানের সভাপতিত্বে মিলন মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, প্রতিষ্ঠানিটির হেড অব মর্কেটিং এন্ড সেলস তরুন চন্দ্র রাজ বংশী। সহকারী ব্যবস্থাপক (মার্কেটিং) এহতেশাম রোমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ডেপুটি ম্যানেজার মোস্তাফিজুর রহমান, রিজিওনাল সেলস ম্যানেজার আওলাদ হোসেন। এ সময় আরো উপস্থিত ছিলেন, জোনাল সেলস ম্যানেজার সুমন্ত বিশ্বাস, সুশান্ত পাল প্রমুখ।
বক্তারা গাজী টায়ারসের গুনগত মান, সেবাসহ দেশীয় পন্য ব্যবহারে মেকানিকদের উদ্বুদ্ধ করা হয়। উক্ত অনুষ্ঠানে সাতক্ষীরা জেলার চার শতাধিক গ্যারেজ মেকানিক উপস্থিত ছিলেন।
##