সাতক্ষীরায় গুড়পুকুরের মেলার নামে কোটি টাকার বানিজ্য !


478 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় গুড়পুকুরের মেলার নামে কোটি টাকার বানিজ্য !
অক্টোবর ৮, ২০২২ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

জনৈক মানিক সিকদার ও তার ছেলের বাহিনী প্রতিদিন আদায় করছে কয়েক লাখ টাকা

আরও ১৫ দিন মেলার মেয়াদ বাড়াতে তদবির মানিক সিকদারের

মেলার মেয়াদ না বাড়ানোর দাবি সচেতন মহলের

বিশেষ প্রতিনিধি :
সাতক্ষীরা জেলা শহরের কয়েক লাখ মানুষের নি:শ্বাস ফেলবার একমাত্র জায়গা সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক। পার্কটি নিয়ে এখন কোটি টাকার বানিজ্য শুরু হয়েছে।

গুড়পুকুর মেলার নামে সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কটি অর্ধমাস ব্যাপী চারিদিক থেকে ঘিরে ফেলা হয়েছে কাপড় দিয়ে। বিকেল হলেই বখাটেদের দখলে চলে যাচ্ছে পুরো শহীদ আব্দুর রাজ্জাক পার্ক চত্বর। এরই মধ্যে মেলায় একাধিক সংঘর্ষের ঘটনা ঘটেছে। নাগরদোলা ধ্বসে আহত হয়েছে আরও ৮ থেকে ১০ জন। মেলায় ভীড়, চাপাচাপির কারনে বিশেষ করে নারীরা নানা ভাবে নাজেহাল হচ্ছে।

জানাগেছে, নড়াইলের জনৈক মানিক সিকদার ও তার ছেলে প্রতিবছর সাতক্ষীরার ঐতিহ্যবাহী গুড় পুকুরের মেলার নামে লাখ লাখ টাকার বানিজ্য করে এখান থেকে চলে যান। গত দশ বছর ধরে মানিক সিকদার গং মেলার আগে স্থানীয় প্রশাসন থেকে শুরু করে কতিপয় রাজনীতীবীদ , জনপ্রতিনিধি, সাংবাদিক ও ব্যবসায়ী নেতাকে ম্যানেজ করে মেলা লীজ নিয়ে বানিজ্য করে আসছে।

এবারও একই ভাবে মানিক সিকদার ও তার ছেলের নেতৃত্বে কোটি টাকার বানিজ্য শুরু হয়েছে। গুড়পুকুরের মেলায় যারা দোকান বসিয়েছে তাদের গলার উপর পা রেখে প্রতিদিন কয়েক লাখ টাকা আদায় করা হচ্ছে। চাহিদা মতো টাকা দিতে না পারলে ব্যবসায়ীদের উপর নানা ভাবে হয়রানি করা হচ্ছে বলে অভিযোগ উঠেছে। মেলায় সামান্য একজন বাদাম বিক্রেতাকেও দিতে হচ্ছে প্রতিদিন হাজার টাকা। আর একটু বড় দোকান হলে তো কোন কথা নেই। ছোট বড় দুই শতাধিক দোকান বসেছে মেলায়। সন্ধ্যা নামলেই মানিক সিকদার ও তার ছেলের বাহিনী নেমে পড়ছে টাকা আদায়ে। লীজ মানি হিসেবে প্রতিদিন লুটে নিচ্ছে লাখ লাখ টাকা।

সাতক্ষীরা জেলা প্রশাসন সূত্রে জানাগেছে, এ বছর সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে ১৫ দিনের জন্য গুড়পুকুরের মেলার অনুমতি দেয়া হয়েছে। ইতোমধ্যে নির্ধারিত ১৫ দিন শেষও হয়েছে। এরই মধ্যে আরও ১৫ দিন মেলার মেয়াদ বাড়ানোর জন্য মানিক সিকদার ও তার ছেলে নানা মহলে তদবির শুরু করেছে।

সাতক্ষীরার সচেতন নাগরিকদের দাবি, মেলার মেয়াদ আর না বাড়ানো। তারা বলেন, সাতক্ষীরা জেলা শহরে বিনোদনের একমাত্র ছোট্ট একটি জায়গা শহীদ আব্দুর রাজ্জাক পার্ক। সেই পার্কটি বন্ধ হওয়ার কারনে মানুষের নি:শ্বাস ফেলবার জায়গাটুকু বন্ধ হয়েগেছে। মেলা তুলে দিয়ে পার্কটি অবিলম্বে উম্নুক্ত করার ব্যাপারে সাতক্ষীরা জেলা প্রশাসক ও পুলিশ সুপারের হস্তক্ষেপ কামনা করেছে সচেতন নাগরিক সমাজ। তারা বলেন, সুবিধাভোগি মানিক সিকদার বাহিনী প্রতিবছর মেলার নামে কোটি টাকার বানিজ্য করে এখান থেকে চলে যান। তার সম্পর্কে সতর্ক হওয়া দরকার। গুপুকুরের মেলার নামে মানিক সিকদারের অর্থ বানিজ্য বন্ধ করার দাবি তাদের।