
এম. শাহীন গোলদার ::
সাতক্ষীরা জেলাব্যাপী পুলিশের বিশেষ অভিযানে জামায়াতের দুইজন কর্মীসহ ৪৬ জনকে গ্রেফতার করা হয়েছে।
মঙ্গলবার সন্ধ্যা থেকে বুধবার সকাল পর্যন্ত জেলার আটটি থানার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়েছে।
শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ মান্নান আলী জানান,তার নেতৃত্বে অভিযান চালিয়ে বনদস্যু শ্যামনগর উপজেলার খলিশা গ্রামের বায়জিদের বসত ঘরের মাটি খুড়ে দুইটি দেশীয় তৈরী পাইপগান উদ্ধার করেছে।
এ দিকে সাতক্ষীরা সদর থানা থেকে ১২ জন,কলারোয়া থানায় ০৫ জন,তালা থানায় ০৪ জন,কালিগঞ্জ থানায় ০৬ জন, শ্যামনগর থানায় ১২ জন, আশাশুনি থানায় ০৫,দেবহাটা থানায় ০২ ও পাটকেলঘাটা থানা থেকে পুলিশ ০২ জনকে গ্রেফতার করেছে।
সাতক্ষীরা জেলা পুলিশর বিশেষ শাখার পরিদর্শক মিজানুর রহমান নিশ্চিত করে জানান, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে নাশকতা এবং মাদকসহ বিভিন্ন অভিযোগে মামলা রয়েছে।