
স্টাফ রিপোর্টার :
জোরপূর্বক ইজারার টাকা ও চাঁদা আদায়কে কেন্দ্র করে সাতক্ষীরা জেলা মটর শ্রমিক ইউনিয়নের এক নেতা ও তার ছেলেকে পিটিয়ে আহত করেছে শ্রমিক নামধারী কিছু সন্ত্রাসী। এতে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন বাস মালিক সমিতির দুই সদস্য। তাদের সবাইকে সাতক্ষীরা হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার দুপুরে এই ঘটনা ঘটে। এর আগে খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রন করতে সেখানে পুলিশ পৌঁছায়। পুলিশ চলে যাওয়ার পরপরই এই হামলার ঘটনা ঘটে। এসময় একটি হোটেল ভাংচুর ও লুটপাট হয়।
সাতক্ষীরা জেলা বাস মালিক সমিতির সহসভাপতি গোলাম মোর্শেদ জানান, মোটর শ্রমিক ইউনিয়নের যুগ্ম সম্পাদক আব্দুস সালাম বাস টার্মিনালে একটি হোটেল পরিচালনা করে আসছেন। নিয়ম অনুযায়ী প্রতিদিনের ইজারার টাকা তিনি মালিক সমিতির কাছে জমা দিয়ে থাকেন। তিনি জানান, গত দুই তিন দিন যাবত শ্রমিক নামধারী কয়েক সন্ত্রাসী তার কাছ থেকে জোর করে চাঁদাসহ ইজারার টাকা আদায় করছে। বুধবার আবারও টাকা আনতে সেখানে যান মধু, ইব্রাহিম, মোজাফফর, মশিয়ার, শামসু, উত্তম ও কালু সহ বেশ কয়েকজন সন্ত্রাসী। তারা তার কাছে চাদার টাকা দাবি করলে আব্দুস সালাম তা দিতে অস্বীকৃতি জানান। এর পরপরই তাদের ওপর হামলা চালায় শ্রমিক নামধারী ওই সন্ত্রাসীরা। এতে বাধা দিতে গিয়ে আহত হয়েছেন মালিক সমিতির প্রতিনিধি বশির আহমেদ ও মিজানুর রহমান। হামলায় আব্দুস সালামের ছেলে রানাও গুরুতর আহত হন। এ ঘটনায় বাস টার্মিনাল এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
পুলিশ জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রনে রয়েছে। কেউ চাইলে এ ব্যাপারে মামলা করা হবে।