সাতক্ষীরায় চার দিন ব্যাপী কাব ক্যাম্পুরী এর শুভ উদ্বোধন


440 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় চার দিন ব্যাপী কাব ক্যাম্পুরী এর শুভ উদ্বোধন
মার্চ ১, ২০১৬ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

এস এম সেলিম হোসেন :
চার দিন ব্যাপী কাব ক্যাম্পুরী এর শুভ উদ্বোধন করা হয়েছে। মঙ্গলবার বিকালে কাািরমা মাধ্যমিক বিদ্য্লায়ের মাঠ প্রাঙ্গনে এ কাব ক্যাম্পরীর উদ্বোধন করা হয়। সদর উপজেলা নির্বাহী অফিসার শাহ আব্দুল সাদী এর সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা স্কাউটসের সভাপতি আবুল কাশেম মো. মহিউদ্দীন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার ওবায়দুল্লাহ হির আসলাম, খুলন্ াঅঞ্চলের আঞ্চলিক সহকারি পরিচালক ইকবাল হাসান, বিদ্যালয়ে ম্যানেজিং কমিটির সভাপতি আলহজ্ব শফিকুল ইসলাম, বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু তাহের। এসময় আরও উপস্থিত ছিলেন জেলা রোভার স্কাউটসের কমিশনার এ এস এস আব্দুর রশীদ, এস এম আসাদুজ্জামান, জেলা স্কাউটসের সম্পাদক এম ঈদুজ্জামান ইদ্রীস, আঃ রাজ্জাক, শংকর কুমার বিশ্বাস, আব্দুল মাজেদ, কাজী আফজাল বারী, রায় দুলাল চন্দ্রসহ স্কাউটসের সকল কর্মকর্তা বৃন্দ। কাব ক্যাম্পরীতে ৪০ টি প্রতিষ্ঠনের কাব দল অংশ করে এবং দল গুলোকে তিন টি  সাব ক্যাম্পে ভাগ করা হয় । সাব ক্যাম্প গুলো হলো ডা. একে এম আব্দুর রাজ্জাক, ডা. রেয়াজুল হক, রাশিদুজ্জামান। এসময় বক্তারা বলেন, স্কাউটস সারা বিশ্ব ব্যাপী একটি সামাজিক আন্দোলন। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ স্কাউটসও খুব সফলতার সাথে কাজ করে যাচ্ছে। কোমল মতি শিশুদের উদ্দেশ্যে বক্তারা আরও বলেন, স্কাউটস করার মাধ্যমে দেশ থেকে মাদক, সন্ত্রাস, জঙ্গিবাদ দুর করা সম্ভব। অনুষ্ঠান সঞ্চলনায় ছিলেন  পল্টু বাশার।