সাতক্ষীরায় চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট খেলার আজকের ফলাফল


443 বার দেখা হয়েছে
Print Friendly, PDF & Email
সাতক্ষীরায় চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট খেলার আজকের ফলাফল
মার্চ ২৯, ২০১৮ ফটো গ্যালারি সাতক্ষীরা সদর
Print Friendly, PDF & Email

সাতক্ষীরা জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় চায়না বাংলার পৃষ্ঠপোষকতায় সাতক্ষীরা স্টেডিয়ামে চায়না বাংলা ২য় বিভাগ ক্রিকেট-২০১৮ এর আজকের ১ম খেলা আজাদ স্মৃতি সংসদ বনাম মোল্লা স্মৃতি সংসদ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় আজাদ স্মৃতি সংসদ টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৮টি উইকেট হারিয়ে ১৬০ রান করে। জবাবে মোল্লা স্মৃতি সংসদ ব্যাট করতে নেমে ১২.৪ ওভারে সবকটি উইকেট হারিয়ে ৬৮ রান করে। ফলে আজাদ স্মৃতি সংসদ ৯২ রানে জয়লাভ করে।
২য় খেলা পারুলিয়া যুবক সমিতি বনাম পার্ক একাদশ এর মধ্যে অনুষ্ঠিত হয়। খেলায় পার্ক একাদশ টসে জিতে ব্যাট করতে নেমে ২০ ওভারে ৭ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। জবাবে পারুলিয়া যুবক সমিতি ১৬.৩ ওভারে ৩টি উইকেট হারিয়ে ১৪৬ রান করে। ফলে পারুলিয়া যুবক সমিতি ৭ উইকেটে জয়লাভ করে।

প্রেস বিজ্ঞপ্তি