
স্টাফ রিপোর্টার :
নয় বছর বয়সী এক ছাত্রকে দিন দুপুরে জোরপূর্বক বলাৎকারের সময় হাতেনাতে ধরে বিক্ষুব্ধ জনতা গনপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে সাতক্ষীরার এক মাদ্রাসা শিক্ষককে ।
শুক্রবার দুপুর সাড়ে ১২ টার দিকে শহরের ইটাগাছার দারুল উলুম কওমী মাদ্রাসার হেফজখানায় এঘটনা ঘটেছে ।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত মাদ্রাসা শিক্ষকের নাম মো. আবু সাঈদ ( ৩০) । তিনি সাতক্ষীরার শ্যামনগর উপজেলার মুন্সিগঞ্জ কদমতলার আবু দাউদের ছেলে । মাদ্রাসার হাফিজিয়া ক্লাসের নয় বছর বয়সী এক ছাত্রকে তিনি কৌশলে ডেকে নেন । পরে তাকে জোরপূর্বক বলাৎকার শুরু করেন । এতে ঘোর আপত্তি জানিয়ে ছাত্রটি চিৎকার দিলে গ্রামবাসী ছুটে আসেন । তারা তাকে হাতেনাতে ধরে গনপিটুনি দেন । পরে তাকে তুলে দেওয়া হয় পুলিশের হাতে ।
পুলিশ আরও জানায় ছাত্রটির বাড়ি আশাশুনির কলিমাখালি গ্রামে । সে তার মার সাথে ইটাগাছায় ভাড়া বাড়িতে থাকে । দুপুরে সে মাদ্রাসায় এলে শিক্ষক আবু সাঈদ তাকে ডেকে নেন । এঘটনায় সদর থানায় মামলা হয়েছে ।