
স্টাফ রিপোর্টার :
ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সাতক্ষীরা এডিপি স্বাস্থ্য প্রকল্পের আয়োজনে জরুরী স্বাস্থ্য সেবা ও সেবাদানকারী প্রতিষ্ঠানের এক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকাল ১০ টায় বাটকেখালি ক্যাথলিক চার্চ এর হলরুমে সিবিও ফোরাম সভানেত্রী লিলি জেসমিন এর সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক কমিউনিটি হাসপাতালের প্রতিনিধি আবু হেনা মোস্তফা কামাল বুলবুল, পিকেএস এর প্রতিনিধি মফিকুল ইসলামসহ সিবিও প্রতিনিধিবৃন্দ। সভায় জুরুরী স্বাস্থ্য সেবা কমিটির সদস্যবৃন্দ এবং সিবিও সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সমগ্র অনুষ্ঠানটি পরিচালনা করেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ সাতক্ষীরা এডিপি স্বাস্থ্য প্রকল্পের প্রজেক্ট অফিসার যাকোব মন্ডল।