
স্টাফ রিপোর্টার ::
জেলা প্রশাসন সাতক্ষীরা ও উপজেলা প্রশাসন তালা, সাতক্ষীরা এর আয়োজনে এবং আশ্রয় ফাউন্ডেশন এর সহযোগিতায় ও অক্সফাম এর অর্থায়নে জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস ২০১৮ উপলক্ষে বৃহস্পতিবার (৮ মার্চ ২০১৮) চিত্রাংকন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। জেলা শিল্পকলা একাডেমীতে সাতক্ষীরা শহরের বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা ও শহীদ আলী আহমেদ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয় তালা, সাতক্ষীরা উপজেলা বিভিন্ন বিদ্যালয় থেকে ছাত্র-ছাত্রীরা চিত্রাংক প্রতিযোগিতায় অংশগ্রহন করে। জেলা পর্যায়ের প্রতিযোগিতায় বিচারক ছিলেন জেলা শিশু একাডেমীর লাইব্রেরিয়ান শেখ রফিকুল ইসলাম, ঈশিকার পরিচালক আব্দুল জলিল ও জেলা শিল্প একাডেমীর সদস্য সচিব মুশফিকুর রহমান মিল্টন এবং উপজেলা পর্যায়ে বিচারক ছিলেন তালা শহীদ আলী আহমেদ সরকারী উচ্চ বালিকা বিদ্যালয়ের শিক্ষকরা। প্রতিযোতিা চলাকালীন সার্বিক সহযোগিতা ছিলেন আশ্রয় ফাউন্ডেশন-এর এলনা প্রকল্পের প্রকল্প ব্যবস্থাপক মোঃ মিজানুর রহমান ও প্রকল্প কর্মকর্তা শেখ হুমায়ুন কবির।